প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট জটিলতা কেটে গেছে

23 hours ago 6

প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাওয়ার ক্ষেত্রে জটিলতা কেটে গেছে। দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি এতদিন আটকে থাকলেও গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি এমআরপি বিভিন্ন দূতাবাসে পৌঁছে গেছে। পাসপোর্টগুলো অচিরেই বিতরণ শুরু হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট জটিলতা কেটে গেছে

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। আগামীকাল থেকে ই-পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীদের কাছে খুদেবার্তা পৌঁছানো ও এমআরপি বিতরণ শুরু হলে প্রবাসীরা উপকৃত হবেন।

এতে তাদের ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমইউ/বিএ/এএসএম

Read Entire Article