‌‘প্রবাসীদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ থাকা জরুরি’

1 day ago 4

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ও সামাজিক নেতা খলিলুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং কমিউনিটিকে সংগঠিত করতে তার অবদান বেশ প্রশংসিত।

প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও খলিলুর রহমান প্রবাসী বাংলাদেশিদের জন্য নেতৃত্বে অটল। তিনি বলেন প্রবাসীদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের বাইরে থেকেও আমরা বাংলাদেশি সংস্কৃতি ও রাজনৈতিক চেতনা ধরে রাখতে চাই।

প্রবাসীরা জানান, খলিলুর রহমান শুধু রাজনীতিতেই নয়, মানবিক উদ্যোগেও সবসময় এগিয়ে আসেন। কোনো প্রবাসী বিপদে পড়লে তিনি ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার নেতৃত্বে মালদ্বীপ বিএনপি রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক সহযোগিতার মতো কার্যক্রমও নিয়মিত আয়োজন করছে।

দলীয় নেতারা মনে করেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং মালদ্বীপ বিএনপিকে সুসংগঠিত করার ক্ষেত্রে খলিলুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। একজন প্রবাসী বলেন, খলিলুর ভাই সবার কাছে একজন অভিভাবকের মতো। তিনি প্রবাসীদের সমস্যায় পাশে দাঁড়ান।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি খলিলুর রহমান প্রবাসী সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন। মালদ্বীপে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখতে এবং বাংলাদেশের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এমআরএম/এএসএম

Read Entire Article