প্রবাসীরা সহযোগিতা করলে কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংযোগ নোফেল-এর কেন্দ্রীয় উপদেষ্টা এবং শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এবিএম হারুন।
কুয়েতে আগমন উপলক্ষে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযোগ নোফেলের কুয়েত শাখার আয়োজনে ডা. হারুনকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কুয়েতে হাসপাতাল প্রতিষ্ঠার কথা জানান।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছের উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, মো. আকবর হোসেন, ব্যাংকার মাইনুদ্দিন, বাহার উদ্দিন, শফিকুর রহমান, লিটন মিয়া, ফরিদ উদ্দিন ও হোসেন মোহাম্মদ আজিজ।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম ভূঁইয়া, বাবুল দাস, মনির হোসেন বাবু, রিপন, নুরুদ্দিন, আবুল বাশার ও কামাল হোসেন।
অনুষ্ঠানে ডা. এবিএম হারুন বলেন, কুয়েতে বেশিভাগ প্রবাসী নিম্নআয়ের শ্রমিক। তাদের আয়ের তুলনায় চিকিৎসা খরচ বেশি। আবার ভাষাগত সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে হয়। প্রবাসীরা যদি সহযোগিতা করেন তাহলে কুয়েত এবং বাংলাদেশের নোয়াখালীতে একটি করে সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।সবার সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আরও ভালো কিছু করা সম্ভব।
উল্লেখ্য, কুয়েত চেম্বার অব কমার্সের আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ডা. হারুন নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতে যান।
এমএমকে/এএসএম