প্রবাসে সাংবাদিকতায় সম্মাননা পেলেন আফছার হোসাইন

1 month ago 14

মিশর ও ফিলিস্তিনে শরণার্থীদের মাঝে বাংলাদেশিদের ত্রাণ সহায়তা বিষয়ক প্রতিবেদন করায় স্বীকৃতিস্বরূপ জাগো নিউজের মিশর প্রতিনিধি আফছার হোসাইনকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়া বুর্জ আল থাতবিকিন সম্মেলন হলে বাংলাদেশের মানবিক সেবা সংস্থা ‘হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি’ মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা স্মারকটি সাংবাদিক আফছার হোসাইনের হাতে তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটির পরিচালক নও মুসলিম মো. রাজ ও ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান আজহারী।‌

প্রবাসে সাংবাদিকতায় সম্মাননা পেলেন আফছার হোসাইন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, দ্বিতীয় সচিব আতাউল হক, মানবিক সেবা সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ড. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্যবিষয়ক পরিচালক মাওলানা ইমরান নাফিস, কার্যনির্বাহী সভাপতি মুফতী তাওহিদুল ইসলামসহ দুই শতাধিক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য।

এর আগে‌ মেক্সিকো সরকারের শীর্ষ বেসামরিক সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’, কায়রোস্থ মেক্সিকান দূতাবাসে পরিষেবায় বিশেষ অবদান স্বরূপ রজত জয়ন্তী পুরস্কার, মিশরের দৈনিক আল-আহরাম পত্রিকা ও মানবিক সেবা সংস্থা ‘ওয়ান ওয়ার্ল্ড উম্মাহ ফাউন্ডেশন’ পুরস্কারে ভূষিত হয়েছেন এই প্রবাসী।

প্রবাসে সাংবাদিকতায় সম্মাননা পেলেন আফছার হোসাইন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরি নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে চিকিৎসক পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় সিনিয়র আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

এমআরএম/জিকেএস

Read Entire Article