প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

1 week ago 9

দেশে বিকল্প রাজনীতির বার্তা ছড়িয়ে এবার দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যে সংগঠন বিস্তারের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ৩৮ সদস্যের ‘মধ্যপ্রাচ্য আহ্বায়ক কমিটি’ গঠন করেছে।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট সংগঠক কামাল হোসাইন, আর সদস্য সচিব হয়েছেন কাতার প্রবাসী হাসান মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মুহাম্মদ হাসান (সৌদি আরব), মাহফুজ বিল্লাহ (সংযুক্ত আরব আমিরাত), আলী হোসেন (সংযুক্ত আরব আমিরাত), মোহাম্মদ আল মাহাদী (মিসর)।  

যুগ্ম সদস্য সচিব- মোহাম্মদ মেহরান তাহমিদ খান (সংযুক্ত আরব আমিরাত), আইয়ুব হোসাইন (সংযুক্ত আরব আমিরাত), মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া (সংযুক্ত আরব আমিরাত), রাফিন আরাফাত (সৌদি আরব), এনামুল হক এনাম (সংযুক্ত আরব আমিরাত)।  

কমিটি গঠনের প্রস্তাবনা দেন আপ বাংলাদেশের ডায়াসপোরা উইংয়ের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। প্রস্তাবটি অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নেতারা বলেন প্রবাসীদের অভিজ্ঞতা, শ্রম ও স্বপ্নকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, বিশ্বের যেখানেই থাকুক না কেন, প্রবাসী বাংলাদেশিরা যেন দেশের রাজনৈতিক সংস্কৃতি গঠনে অবদান রাখতে পারেন।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে—বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন—সংগঠন বিস্তারে কাজ করবে। 

একই সঙ্গে প্রবাসী তরুণদের নেতৃত্বে আনার লক্ষ্যে ‘আপ বাংলাদেশ– প্রবাসী নেটওয়ার্ক’ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

Read Entire Article