প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

16 hours ago 5
১৭৩ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়াকে স্ত্রী-পুত্ৰসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। বুধবার (৮ জানুয়ারি) এ আদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত। যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুলেখা ইব্রাহিম ও তাদের সন্তান রেদোয়ানুল হক ভূঁইয়া, একেএম আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, তাদের কাছে ব্যাংক এশিয়ার বর্তমান পাওনা ১৭৩ কোটি ৪০ লাখ ১০ হাজার ৮২৮ টাকা। তারা ব্যবসার উদ্দেশ্যে ব্যাংকের কাছ থেকে নালিশি ঋণ নিলেও শর্ত লঙ্ঘন করে ব্যবসা বহির্ভূত কাজে সেই টাকা খরচ করেছেন। ঋণ খেলাপি হওয়ার পর দুই দফায় নালিশির ঋণ পুনঃতফসিল করা হলেও বিবাদীগণ ঋণ পরিশোধের কোনো সদিচ্ছা দেখাননি।  তিনি আরও বলেন, সুদ মওকুফের পর মূল ঋণ ১৫২ কোটি ৯০ হাজার ৬৮ লাখ ৯৫৬ টাকা হলেও বিবাদীগণ পরিশোধ করেছেন মাত্র ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ব্যবসার নামে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করার পর তারা সেই ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিবাদীগণ বিভিন্ন ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা ঋণ পরিশোধ না করে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছেন। তারা দেশত্যাগ করতে পারলে সম্ভাব্য ডিক্রিদার তার বিপুল পরিমাণ টাকা আদায় করা সম্ভব হবে না।
Read Entire Article