প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা চিকিৎসা ব্যয় যেমন কমাবে, তেমন রোগীর মৃত্যু হার কমাতেও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আইকিউএসির উদ্যোগে ৮টি বিভাগের শিক্ষক, চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় চিকিৎসক সমাজ উৎসাহিত হলে রোগীদের খরচ সাশ্রয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা ওষুধ ও ইনভেস্টিগেশনে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হবে না। এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ মেডিকেল অডিট, ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় বিরাট অবদান রাখবে। কর্মশালা চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুণগত মানবৃদ্ধিতে অবদান রাখবে, যা সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পরিবর্তন সাধন করবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক কর্মশালা শিক্ষক ও চিকিৎসককে নিজেকে প্রস্তুত করার, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার সুযোগ এনে দিয়েছে। গণগত মান ও দক্ষতা বৃদ্ধি, সঠিক জ্ঞান অর্জনে এভিডেন্স বেইজড মেডিসিনের অপরিসীম অবদান রয়েছে।
তিনি বলেন, চিকিৎসক সমাজ ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ হলে এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দেশের স্বাস্থ্য খাত উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিএমইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ পর্যন্ত ৩৪টি বিভাগের ১৭০ জন শিক্ষক, চিকিৎসককে এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে রিউমাটোলজি বিভাগ, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিভ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগ, শিশু কার্ডিওলজি বিভাগ, ভাইরোলজি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগ, গাইনীকোলজিক্যাল অনকোলজি বিভাগ, অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগ এবং রিপ্রোডাকটিভ এন্ডোকাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের ২৯ শিক্ষক ও চিকিৎসকরা অংশ নেন। এছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মারিয়া মাহতাব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মীর রাশেখ আলম অভি গতকাল কর্মশালায় অংশ নেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. মারিয়া মাহতাব।