প্রয়োজন হলে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নামবো

1 month ago 7

জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের আবারও মাঠে নামতে হবে। আজ যেভাবে চাঁদার জন্য একজনকে বীভৎসভাবে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে এবং দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামবো।

শুক্রবার (১১ জুলাই) খুলনায় পদযাত্রা শেষ শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তার বক্তব্যে খুলনার প্রসঙ্গ এনে বলেন, ‘খুলনা একটা সময় শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠেছিল।, তা এখন ধ্বংসপ্রায়। একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানকে পুনরায় চালু করতে হবে দেশের স্বার্থে।’

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল হিসেবে সব সময় রক্ষা করছে। নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেছে এই বন। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।’

প্রয়োজন হলে চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নামবো

এসময় ছাত্র-জনতা ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র- জনতা ও শ্রমিকদের রাজপথে থাকতে হবে। গণঅভ্যুত্থানের পরেও জাতীয় নাগরিক পার্টি মাঠে রয়েছে, আগামীতেও থাকবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজির স্বাধীনতা চাইনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে একসময় যেমন রাজপথে নেমেছিল জনগণ, তেমনি আজও প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আবারও রাজপথে নামবো।’

পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া খুলনার সংগঠকরা এ পথসভায় উপস্থিত ছিলেন।

আরিফুর রহমান/এসআর/এএসএম

Read Entire Article