প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেল ৭ বছরের শিশু

1 month ago 34

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সাত বছর বয়সী এক শিশু কোডিং বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পাচ্ছে। তাকে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

চাকরির প্রস্তাব পাওয়া ওই শিশুর নাম সের্গেই। সে পাঁচ বছর বয়স থেকেই ভিডিও বানায়। তার ভিডিওর মূল বিষয়বস্তু হলো সফটওয়্যারবিষয়ক ব্যাখ্যা-বিশ্লেষণ। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, তার অসাধারণ দক্ষতার কারণে প্রো-৩২ নামে একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি সের্গেইকে করপোরেট প্রশিক্ষণের প্রধান হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়ার আইন অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কেউ বেতনভুক্ত চাকরিতে যোগ দিতে পারে না।

প্রো-৩২ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগোর ম্যানডিক জানিয়েছেন, এই আইনি সীমাবদ্ধতার সমাধান কীভাবে করা যায়, তা নিয়ে সের্গেইয়ের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছেন।

শিশুটির বাবা কিরিল জানিয়েছেন, তারা এমন প্রস্তাব পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, কখন সের্গেই কোম্পানিটিতে যোগ দিতে পারবে। মাত্র ৭ বছরের এই শিশুর ইউটিউব চ্যানেলের সাড়ে তিন হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যারা প্রোগ্রামিং ভাষা পাইথন এবং ইউনিটি শিখতে আগ্রহী।

ম্যানডিক আরও জানান, তিনি পুরোপুরি নিশ্চিত যে সে যখন ১৪ বছর বয়সে পৌঁছাবে, তখন সে শিক্ষাদানের গুরু এবং বিকাশের গুরু হবেন। এবং সেই কারণেই তারা সত্যিই এই সময়ের জন্য অপেক্ষা করছেন। এর জন্য তাদের সাত বছর অপেক্ষা করতে হবে। তাহলে তারা তার বেতন সম্পর্কে একটি কথোপকথন শুরু করবেন। 

Read Entire Article