প্রযুক্তিতে উচ্চশিক্ষার নতুন দ্বার: বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন দিল ইউজিসি

দেশের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও উচ্চ শিক্ষাপ্রত্যাশীদের জন্য আনন্দের সংবাদ নিয়ে এসেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিইউবিটিতে দুটি নতুন, যুগোপযোগী ও উচ্চ চাহিদাসম্পন্ন প্রোগ্রাম চালুর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। প্রোগ্রাম দুটি হলো—বিএসসি ইন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। চলতি বছরের জানুয়ারি ২০২৬ সেশন থেকেই এসব প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম শুরু হবে। বর্তমান বিশ্বের দ্রুতগতির প্রযুক্তিগত বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদাকে সামনে রেখে প্রোগ্রামগুলোর পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং এবং উচ্চতর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এই নতুন কারিকুলামের প্রধান লক্ষ্য। ডাটা সায়েন্সের বিস্তৃত ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থী কিংবা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে পেশাগত দক্ষতাকে আরও উচ্চতায় নিতে ইচ্ছুকদের জন্য বিইউবিটি এখন একটি আদর্শ শিক্ষাগন্তব্য। নতুন এই দুটি প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় স

প্রযুক্তিতে উচ্চশিক্ষার নতুন দ্বার: বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন দিল ইউজিসি
দেশের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও উচ্চ শিক্ষাপ্রত্যাশীদের জন্য আনন্দের সংবাদ নিয়ে এসেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিইউবিটিতে দুটি নতুন, যুগোপযোগী ও উচ্চ চাহিদাসম্পন্ন প্রোগ্রাম চালুর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। প্রোগ্রাম দুটি হলো—বিএসসি ইন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। চলতি বছরের জানুয়ারি ২০২৬ সেশন থেকেই এসব প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম শুরু হবে। বর্তমান বিশ্বের দ্রুতগতির প্রযুক্তিগত বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদাকে সামনে রেখে প্রোগ্রামগুলোর পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং এবং উচ্চতর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এই নতুন কারিকুলামের প্রধান লক্ষ্য। ডাটা সায়েন্সের বিস্তৃত ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থী কিংবা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে পেশাগত দক্ষতাকে আরও উচ্চতায় নিতে ইচ্ছুকদের জন্য বিইউবিটি এখন একটি আদর্শ শিক্ষাগন্তব্য। নতুন এই দুটি প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, ‘এই অনুমোদনের জন্য আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময়োপযোগী এই প্রোগ্রাম দুটি চালুর মাধ্যমে বিইউবিটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেকে আরও সুদৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করবে।’ তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য ইন্ডাস্ট্রি-রেডি গ্র্যাজুয়েট তৈরি করা। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ লাভ করবে, যা তাদের দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে দক্ষ নেতৃত্ব প্রদানে সক্ষম করে তুলবে।” আগ্রহী শিক্ষার্থীদের জানুয়ারি ২০২৬ সেশনে ভর্তির জন্য বিইউবিটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগ করতে অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow