প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
ভোলার চরফ্যাশনে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আনছার বেপারী (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বুধবার (১৯ নভেম্বর) দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার বেপারী একই এলাকার মো: আব্দুল আজিজ বেপারীর ছেলে। ভুক্তভোগী ছাত্রী আনছার বেপারীর পার্শ্ববর্তী বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার মাদ্রাসা ছুটি শেষে বাড়ী ফিরেন ভুক্তভোগী ছাত্রী। সে বাড়ীতে এসে গরু দেখতে বাড়ীর পিছনে যায়। এসময় আনছার বেপারী তাকে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় মাসুদ খলিফার বাগানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীর ডাকচিৎকার দিলে আনছার বেপারী পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। এর পর ওই দিন বিকালে ভুক্তভোগীর ছাত্রীর মা বাদী হয়ে আনছার বেপারীকে আসামী করে দক্ষিণ
ভোলার চরফ্যাশনে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আনছার বেপারী (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বুধবার (১৯ নভেম্বর) দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার বেপারী একই এলাকার মো: আব্দুল আজিজ বেপারীর ছেলে। ভুক্তভোগী ছাত্রী আনছার বেপারীর পার্শ্ববর্তী বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার মাদ্রাসা ছুটি শেষে বাড়ী ফিরেন ভুক্তভোগী ছাত্রী। সে বাড়ীতে এসে গরু দেখতে বাড়ীর পিছনে যায়। এসময় আনছার বেপারী তাকে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় মাসুদ খলিফার বাগানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রীর ডাকচিৎকার দিলে আনছার বেপারী পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। এর পর ওই দিন বিকালে ভুক্তভোগীর ছাত্রীর মা বাদী হয়ে আনছার বেপারীকে আসামী করে দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘আনছার বেপারী একজন দুশ্চরিত্র প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। আমার মেয়ের সাথে এমন ন্যাক্কার জনক ঘটনায় তার ফাঁসির দাবী দাবী জানাই।’
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূইয়া জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
What's Your Reaction?