প্রশান্ত মহাসাগরে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল

7 hours ago 3
প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় কোরাল বা প্রবালের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, প্রবালটির আকৃতি একটি নীল তিমির চেয়েও বড় এবং এটি এতই বিশাল যে মহাকাশ থেকেও একে দেখা যায়। কিন্তু এতদিন এটি একপ্রকার অদৃশ্যই ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি বৃহস্পতিবার জানায়, মেগা কোরালটির দৈর্ঘ্য ৩২ মিটার (১০৫ ফুট)। প্রস্থে এটি ৩৪ মিটার (১১১ ফুট)। বিজ্ঞানীদের বিশ্বাস এর বয়স প্রায় ৩০০ বছর। বিজ্ঞানীরা বলছেন, এটি আগের রেকর্ডধারী প্রবাল থেকে তিনগুণ বড়। প্রবালটি মূলত বাদামি রঙের। তবে এতে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের ফোঁটা রয়েছে। প্রবালটির উপরের পৃষ্ঠ যেন ঢেউয়ের লহরের মতো আলতো ভাঁজে
Read Entire Article