প্রশাসনকে ‘মাঠ ফ্রি’ করতে বললেন জাপা নেতা মোস্তফা

3 months ago 22

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম (জিএম) মোহাম্মদ কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

এসময় হামলার জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাপা নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা বলবো, প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমরা জানান দিতে চাই, জাতীয় পার্টির শক্তি আছে কি-না।’

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপির উদ্দেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তার বক্তব্যে বলেন, ‘যে বাড়িটাকে রংপুরের মানুষ তাদের মণিকোঠায় স্থান দিয়েছে, স্বাধীনতার ৫৪ বছরেও সেই বাড়ির সামনে কেউ গণ্ডগোল করার সাহস পায়নি; আজ সেই বাড়ির সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হিজড়ার মতো পেছন থেকে এসে হামলা করেছে। তোমরা পার্টি অফিসে আসতা। আমরা তো পার্টি অফিসে ছিলাম। তোমাদের হিজড়ার মতো অতর্কিত হামলায় রংপুরবাসীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। আর এসব হয়েছে প্রশাসনের নির্লিপ্ততার কারণে। প্রশাসন সারাদেশের মতো রংপুরেও কোনো কাজ করছে না।’

প্রশাসনের কর্মকর্তা বিশেষ করে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে উদ্দেশ করে মোস্তফা বলেন, ‘আমি অনুরোধ করবো, আপনারা কারো দাসে পরিণত হবেন না। জনগণের করের টাকায় আপনাদের বেতন হয়। আপনাদের পক্ষপাতমূলক আচরণ রংপুরের মানুষকে ব্যথিত করছে। এনসিপির যদি ক্ষমতা থাকে, তারা যদি ঘোষণা দিয়ে আসতে চায়, তাহলে জাতীয় পার্টি সবসময় প্রস্তুত আছে।’

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম (জিএম) মোহাম্মদ কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি

তিনি বলেন, ‘আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু আমরা দেখছি মব ভায়োলেন্স, মব জাস্টিজ হচ্ছে। এখন মবের যুগ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা সরে দাঁড়ান। মব ভায়োলেন্সে জাতীয় পার্টি দুর্বল না। আমরা যে কোনো মব মোকাবিলা করতে পারি।’

মোস্তফা বলেন, ‘৫ আগস্ট দেখেছি। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর দিন মাঠে কোনো রাজনৈতিক দল ছিল না। একমাত্র জাতীয় পার্টি সেদিন ব্যানার নিয়ে, লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল। এছাড়া আরও অনেক কিছু করেছে। সর্বপ্রথম আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলা নথিভুক্ত ও ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন জাপার এই শীর্ষ নেতা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বক্তব্য দেন।

জিতু কবীর/এসআর/জেআইএম

Read Entire Article