প্রশাসনের অনুরোধে তিন দিনের জন্য অবরোধ প্রত্যাহার

3 hours ago 4

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। পরে প্রশাসনের অনুরোধে তিন দিনের জন্য অবরোধ প্রত্যাহার করেন তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সব রুটের যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। পরে তারা তিন দিনের মধ্যে গেজেট বাতিল না করা হলে লাগাতার আন্দোলন করার ঘোষণা দেন। 

এ বিষয়ে আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, ভাঙ্গা টাউনের সঙ্গে আমাদের আলগী ইউনিয়ন সংযুক্ত। আমাদের জীবন থাকতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মেনে নেব না। আমরা জুমার দিন যাত্রীদের ভোগান্তি ও প্রশাসনের অনুরোধে অবরোধ শিথিল করেছি। তবে প্রতিদিন আমাদের শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নবাসীর কথা আমরা মনোযোগ সহকারে শুনেছি। তাদের কথাগুলো আমরা নির্বাচন অফিসার ও ডিসি স্যারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের স্মারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকে তিন দিনের সময় নিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Read Entire Article