প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান মালিকরা।  মঙ্গলবার ( ০৬জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে নৌযান মালিকেরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ডিজি শিপিং কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়া কোনো ধরনের অভিযান পরিচালনা  না করার এবং নৌযান মালিকদের হয়রানি না করার আশ্বাস দেন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতেই নৌযান মালিকেরা চলমান ধর্মঘট প্রত্যাহার করেন। মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, গত রোববার কোনো পূর্ব নোটিশ ছাড়াই ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি পর্যটনবাহী জালিবোটের ছাদ ভেঙে ও

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান মালিকরা। 

মঙ্গলবার ( ০৬জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে নৌযান মালিকেরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ডিজি শিপিং কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়া কোনো ধরনের অভিযান পরিচালনা  না করার এবং নৌযান মালিকদের হয়রানি না করার আশ্বাস দেন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতেই নৌযান মালিকেরা চলমান ধর্মঘট প্রত্যাহার করেন।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, গত রোববার কোনো পূর্ব নোটিশ ছাড়াই ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি পর্যটনবাহী জালিবোটের ছাদ ভেঙে ও কেটে ফেলেন। এ সময় নৌযানের আসবাবপত্র জব্দ করা এবং জরিমানা আরোপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার ভোর থেকে নৌযান মালিকেরা ধর্মঘট শুরু করেন।

তিনি আরও বলেন, হয়রানির প্রতিকার চেয়ে মঙ্গলবার প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ডিজি শিপিং কর্তৃপক্ষ ভবিষ্যতে পূর্ব নোটিশ ছাড়া কোনো অভিযান না চালানোর আশ্বাস দেন। এর ফলে মঙ্গলবার রাত ৯টার দিকে নৌযান মালিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow