প্রশ্ন না বুঝে জবাব দিয়ে ট্রলের শিকার মৈথিলী ঠাকুর
সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছেন ভারতের বিহার বিধানসভার বিজেপির বিধায়ক মৈথিলী ঠাকুর। ২৫ বছর বয়সী এই তরুণী বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। নির্বাচিত হওয়ার পর পরই বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, তিনি তার এলাকাবাসীর সেবা করতে চান। এই মুহূর্তে তিনি শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছেন এবং কীভাবে সেখানে কাজ করবেন, সেই চিন্তাভাবনা করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানেও মৈথিলী তার এলাকার উন্নয়ন কীভাবে করবেন তা নিয়ে কথা বলেন। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ব্লুপ্রিন্ট কী। উত্তরে তিনি বলেন, এত খারাপ জিনিস ক্যামেরান সামনে কেমনে বলি। মূলত ব্লুপ্রিন্ট হলো ১৮৪২ সালে স্যার জন হার্শেল প্রবর্তিত একটি পদ্ধতি, যা কোনো নির্মাণ বা নকশার বিস্তারিত পরিকল্পনা। এর মূল কাজ হলো একটি প্রকল্পের নকশা এবং স্পেসিফিকেশনগুলো কর্মীদের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করা। তবে বর্তমানে ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি কেবল ওই বিশেষ মুদ্রণ পদ্ধতিকে বোঝায় না, বরং যে কোনো ধরনের পরিকল্পনা বোঝাতেও ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো এলাকা বা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও এখন ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি ব্যবহার করা
সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছেন ভারতের বিহার বিধানসভার বিজেপির বিধায়ক মৈথিলী ঠাকুর। ২৫ বছর বয়সী এই তরুণী বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। নির্বাচিত হওয়ার পর পরই বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, তিনি তার এলাকাবাসীর সেবা করতে চান। এই মুহূর্তে তিনি শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছেন এবং কীভাবে সেখানে কাজ করবেন, সেই চিন্তাভাবনা করছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানেও মৈথিলী তার এলাকার উন্নয়ন কীভাবে করবেন তা নিয়ে কথা বলেন। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ব্লুপ্রিন্ট কী। উত্তরে তিনি বলেন, এত খারাপ জিনিস ক্যামেরান সামনে কেমনে বলি।
মূলত ব্লুপ্রিন্ট হলো ১৮৪২ সালে স্যার জন হার্শেল প্রবর্তিত একটি পদ্ধতি, যা কোনো নির্মাণ বা নকশার বিস্তারিত পরিকল্পনা। এর মূল কাজ হলো একটি প্রকল্পের নকশা এবং স্পেসিফিকেশনগুলো কর্মীদের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করা।
তবে বর্তমানে ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি কেবল ওই বিশেষ মুদ্রণ পদ্ধতিকে বোঝায় না, বরং যে কোনো ধরনের পরিকল্পনা বোঝাতেও ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো এলাকা বা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও এখন ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি ব্যবহার করা হয়। কারণ এই পদ্ধতি নির্মাণ প্রক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে।
ব্লুপ্রিন্টকে ব্লু ফিল্ম মনে করে উত্তর দেওয়ায় মৈথিলী ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর, সংগীতসমৃদ্ধ পরিবারে বড় হয়ে ওঠেন তিনি। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখেছেন মৈথিলী।২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে ব্যাপক পরিচিতি পান এই তরুণী। এরপর হয়ে উঠেন ভারতের আলোচিত তরুণ সংগীতশিল্পীদের একজন।
বিহারের সর্বশেষ বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন মৈথিলী। বিজেপিতে যোগ দিয়েই আরজেডি বিনোদ মিশ্রের মতো প্রবীণ প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।
What's Your Reaction?