প্রস্তুত জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন, থাকছে শতাধিক সুপারিশ

1 day ago 3
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান। আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে। প্রতিবেদনে ১০০-র বেশি সুপারিশ থাকবে। মুয়ীদ চৌধুরী বলেন, আমরা যে সুপারিশ করছি, সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটা তো এখন সরকার বুঝবে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পর সবাই জানুক এতে ভুল-বোঝাবুঝির অসুবিধা থাকে না।
Read Entire Article