প্রহরী-শ্রমিকদের জিম্মি করে কোটি টাকার মালামাল লুট

2 months ago 6
বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে এক কোটি ২ লাখ ১০ হাজার মূল্যের মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল। শুক্রবার (৪ জুলাই) উপজেলার টাউন-নওয়াপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় সাত নিরাপত্তাকর্মী ও চার শ্রমিককে বেঁধে রাখে তারা। এরপর কোম্পানির কারখানায় ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার (স্কার্প) তার আড়াই টন এবং বৈদ্যুতিক তামার তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে রাত ৪টার দিকে পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জনান। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল। হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুদিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিল। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে চলে যায়।   ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, শনিবার ভোরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে জানতে পারি একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে বিভিন্ন মালামাল ও জিনিপত্র নিয়ে গেছে।  তিনি আরও বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article