প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না হাফেজ সাইফুলের

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।   মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মোস্তাফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সাইফুল ইসলাম (১৯) নীলগঞ্জ মজিদবাড়িয়া গ্রামের জাকির খানের ছেলে। সাইফুল একজন হাফেজ ও নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থী ছিলেন।  পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম পাখিমারা বাজার সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট পড়ে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী অজ্ঞাত কোনো পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ওই জায়গাটি অন্ধকার হাওয়ায় বেশ কিছুক্ষণ আহত ব্যক্তিকে পথচারী কিংবা স্থানীয়রা দেখতে পাইনি বলে ধারণা করা হচ্ছে। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমির সরকার বলেন, পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘাতক পরিবহনটি চিহ্নিত করাসহ চালককে আটকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না হাফেজ সাইফুলের

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মোস্তাফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম (১৯) নীলগঞ্জ মজিদবাড়িয়া গ্রামের জাকির খানের ছেলে। সাইফুল একজন হাফেজ ও নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম পাখিমারা বাজার সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট পড়ে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী অজ্ঞাত কোনো পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ওই জায়গাটি অন্ধকার হাওয়ায় বেশ কিছুক্ষণ আহত ব্যক্তিকে পথচারী কিংবা স্থানীয়রা দেখতে পাইনি বলে ধারণা করা হচ্ছে। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমির সরকার বলেন, পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘাতক পরিবহনটি চিহ্নিত করাসহ চালককে আটকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow