প্রাকৃতিক ও চেলসির কৃত্রিম ঝড়ে লন্ডভন্ড ডি মারিয়ার বেনফিকা

2 months ago 7

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে চেলসির মুখোমুখি হয়েছিল বেনফিকা। বজ্রঝড়ের কারণে ম্যাচ বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। অবশেষে মাঠে খেলা গড়ালে চেলসির ৯ মিনিটের কৃত্রিম ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে অ্যানহেল ডি মারিয়ার দল বেনফিকা।

নাটকীয়ভাবে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। ফল বের করে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলার পরিচালনার সিদ্ধান্ত নেন রেফারি। এমন সময়টাতেই বিধ্বস্ত হয় বেনফিকা। ৯ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে চেলসি।

অর্থাৎ বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। আগামী শুক্রবার ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে ব্লুজরা।

শনিবার চার্লটে চেলসির বড় জয়টি সম্ভব হয়েছে, ৯২ মিনিটে বেনফিকা ১০ জনের দলে পরিণত হওয়ার কারণে। সুযোগ কাজে লাগিয়ে চেলসির হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারন ডিউসবুরি।

এমএইচ/জিকেএস

Read Entire Article