প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গবেষণা দরকার: ঢাবি উপাচার্য

2 hours ago 5

সঠিক প্রক্রিয়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এজন্য গবেষক, শিক্ষক, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ডিজাস্টার হ্যাকাথন ২.০’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, আবহাওয়াবিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্কের সহযোগী ফোরওয়ার্ন বাংলাদেশ এবং ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিক যৌথভাবে এই হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতিমা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ, স্টার্ট নেটওয়ার্কের সিইও ক্রিস্টিনা বেনেট এবং ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক নামা বুধাঠকি।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, গবেষণা তহবিল গঠন এবং নতুন নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বেশকিছু অর্জন রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মের মেধা বিকাশে নিয়মিত ডিজাস্টার হ্যাকাথন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডিজাস্টার হ্যাকাথনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮৪টি দল অংশ নেয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘টিম সিডর’ প্রথম স্থান অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম সোন্ডারার্স’ দ্বিতীয় ও ‘টিম রিলিফ টেক স্কোয়ার্ড’ তৃতীয় স্থান অর্জন করে।

এমএইচএ/কেএসআর/জিকেএস

Read Entire Article