প্রাক্তন আবারও ফিরতে চায়, বুঝবেন যেসব লক্ষণে 

2 hours ago 4

দীর্ঘদিন একটি সম্পর্কে ছিলেন। ভুল বোঝাবুঝিতে সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের অনেকটা সময়ও পার হয়ে গেছে। প্রাক্তনকে হয়তো সম্পূর্ণরূপে ভুলে যাননি। কিন্তু তার কথা খুব একটা মনেও পড়ে না। কিন্তু হঠাৎ করে আবার প্রাক্তনের দেখা পাচ্ছেন? সে আপনার জীবনে ফিরতে চায় কি না তা বুঝতে পারছেন না?

যেসব লক্ষণ দেখলে বুঝবেন প্রাক্তন আবার আপনার জীবনে ফিরতে চাচ্ছে-

বন্ধুদের থেকে খবর নেওয়া

আপনরি বন্ধুদের থেকে আপনার খবর নেওয়া মানে সে আপনার বিষয়ের আগ্রহ দেখাচ্ছে। হঠাৎ করে আপনার বন্ধু বা আত্মীর-পরিজনের সঙ্গে তার যোগাযোগ বাড়িয়ে দাওয়া। কেমন আছেন, কী করছেন, জীবনে কী চলছে এ ধরনের খবর নিলে বুঝবেন প্রাক্তন আবারও আপনার জীবনে ফিরতে চাইছে।

সিঙ্গেল থাকা

বিচ্ছেদের দীর্ঘ সময় পরও যদি মানুষটা সিঙ্গেল থাকে, বুঝে নিবেন সে আপনাকে সত্যি তার জীবনে চায়। পাশাপাশি আপনার দেওয়া গিফট যদি সযত্নে রেখে দেয়, আপনাকে সম্মান দেয় এবং আপনি যাতে কষ্ট না পান, সেই মতো কাজ করা কিংবা আপনাকে খুশি রাখতে চাওয়া এগুলোই বলে দেয় যে প্রাক্তন এখনো আপনাকে ভালোবাসে। সেই কারণেই আবার আপনার জীবনে ফিরতে চায়।

সোশ্যাল মিডিয়ায় স্টক করা 

হঠাৎ করে দেখলেন আপনার প্রাক্তন আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে আনব্লক করে দিয়েছে। পাশাপাশি আপনার স্ট্যাটাস সিন করছে। নিয়মিত আপনার পোস্টে লাইক দিচ্ছে। মাঝেমধ্যে পোস্টে কমেন্ট করেছে। আপনি কখন কী পোস্ট করছেন, সব নজরে রয়েছে তার।

ক্ষমা চাওয়া 

হঠাৎ করে আপনাকে টেক্সট করছেন তিনি। আপনাকে দেখা করার জন্য জোর করছেন। এমনকি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন। এমন কিছু হলে বুঝবেন আপনার প্রাক্তন আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছে আপনার সঙ্গে। অতীতে যা কিছু ঘটেছে তা সব ভুলে আবার নতুনভাবে শুরু করতে চাইছেন সব কিছু।

Read Entire Article