প্রাণী হত্যা, যা বলছে ইসলাম

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনা চলছে। বিশেষ করে ফেসবুকে ঘটনাটির তীব্র সমালোচনা ছড়িয়েছে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই জানতে চাচ্ছেন, বিনা কারণে কুকুরসহ বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন করা সম্পর্কে ইসলাম কী বলে? চলুন তাহলে জেনে নিই বিস্তারিত— ইসলামের সাধারণ নির্দেশ হলো প্রাণীদের প্রতি সদয় আচরণ করা। মানুষ নিজের জীবনের মতো প্রাণিকুলের জীবনকে মূল্যবান মনে করবে। পবিত্র কোরআনের আয়াত থেকে এমনই ইঙ্গিত পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, কিন্তু তারা তোমাদের মতো এক একটি উম্মত।’ (সুরা আনআম : ৩৮) বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নয় ইসলামে বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ। প্রয়োজনের ভেতর আছে মানুষের খাদ্য, চিকিৎসা ও পোশাকের প্রয়োজন পূরণ করা, ক্ষতিকর প্রাণী থেকে জীবন ও সম্পদ রক্ষা করা ইত্যাদি। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) প্রাণী হত্যা করা নিষেধ করেছেন; তবে সে কষ্ট দিলে ভিন্ন কথা।’ (আল মুজাম

প্রাণী হত্যা, যা বলছে ইসলাম
সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনা চলছে। বিশেষ করে ফেসবুকে ঘটনাটির তীব্র সমালোচনা ছড়িয়েছে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই জানতে চাচ্ছেন, বিনা কারণে কুকুরসহ বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন করা সম্পর্কে ইসলাম কী বলে? চলুন তাহলে জেনে নিই বিস্তারিত— ইসলামের সাধারণ নির্দেশ হলো প্রাণীদের প্রতি সদয় আচরণ করা। মানুষ নিজের জীবনের মতো প্রাণিকুলের জীবনকে মূল্যবান মনে করবে। পবিত্র কোরআনের আয়াত থেকে এমনই ইঙ্গিত পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, কিন্তু তারা তোমাদের মতো এক একটি উম্মত।’ (সুরা আনআম : ৩৮) বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নয় ইসলামে বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ। প্রয়োজনের ভেতর আছে মানুষের খাদ্য, চিকিৎসা ও পোশাকের প্রয়োজন পূরণ করা, ক্ষতিকর প্রাণী থেকে জীবন ও সম্পদ রক্ষা করা ইত্যাদি। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) প্রাণী হত্যা করা নিষেধ করেছেন; তবে সে কষ্ট দিলে ভিন্ন কথা।’ (আল মুজামুল কাবির, হাদিস : ১২৬৩৯) বিনা প্রয়োজনে প্রাণী হত্যার পরিণতি বিনা প্রয়োজনে কেউ কোনো প্রাণী হত্যা করলে পরকালে তাকে জবাবদিহি করতে হবে। চাই সে প্রাণী যত ক্ষুদ্রই হোক না কেন। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি অযথা কোনো চড়ুই পাখি হত্যা করবে, সে কিয়ামতের দিন ক্রন্দন করে বলবে, হে রব! নিশ্চয়ই অমুখ আমাকে অযথা হত্যা করেছে আর আমাকে কোনো কল্যাণে হত্যা করেনি।’ (মুসনাদে আহমদ : ১৯৬৯৯) অন্য হাদিসে হজরত আবদুল্লাহ ইবনু ওমর (রা.) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন— عُذِّبَتْ امْرَأَةٌ فِيْ هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيْهَا النَّارَ لَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلَا هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ অর্থ : এক নারীকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল। কেননা সে বিড়ালটিকে খানা-পিনা কিছুই করায়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত।’ (বোখারি : ৩৪৮২)  কষ্টদায়ক প্রাণী হত্যা যেসব প্রাণী মানুষকে কষ্ট দেয়, যা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে তা হত্যা করা জায়েজ। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হারাম শরিফের ভেতরেও পাঁচটি অনিষ্টকারী প্রাণীকে মারা যায়—ইঁদুর, বিচ্ছু, কাক, চিল ও হিংস্র কুকুর।’ (তিরমিজি : ৮৩৭) আল্লামা সারাখসি (রহ.) বলেন, ‘এখানে পাঁচটি প্রাণীকে (হত্যা নিষিদ্ধ হওয়ার বিধান থেকে) পৃথক করা হয়েছে। কেননা এগুলোর অভ্যাস হলো কষ্ট দেওয়া। সুতরাং যেসব প্রাণীর স্বভাব হলো কষ্ট দেওয়া তা যদি এই পাঁচটির বিধানভুক্ত হবে, তা হত্যা করা নিষিদ্ধ হবে না।’ (আল মাবসুত : ৪/৯০)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow