প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

সারা দেশে আগামী ৯ জানুয়ারি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ব্যতীত সকল জেলায় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ পরীক্ষাকে সামনে রেখে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  মঙ্গলবার (০৬ জানুয়ারি) অধিদপ্তর এ বিষয়ে অবস্থান জানিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে।  অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ শুক্রবার বেলা ০৩ টা হতে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।  এতে বলা হয়, পরীক্ষা সু

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

সারা দেশে আগামী ৯ জানুয়ারি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ব্যতীত সকল জেলায় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ পরীক্ষাকে সামনে রেখে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) অধিদপ্তর এ বিষয়ে অবস্থান জানিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। 

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ শুক্রবার বেলা ০৩ টা হতে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। 

এতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এক্ষেত্রে কারও কোন ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোস্যাল মিডিয়ার কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow