প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ কবে

11 hours ago 7

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ছয় বিভাগের চাকরিপ্রত্যাশীদের আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তবে দ্বিতীয় ধাপে বাকি দুই বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ কবে, সে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আখতার খান কালবেলাকে বলেন, প্রথম ধাপের আবেদন শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে। সেটা কবে শুরু হবে, ঠিক এ মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ প্রথম ধাপের আবেদনপ্রক্রিয়াটি যাচাই-বাছাই করবে টেলিটক। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো―রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, ২০ নভেম্বরের পর দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।

এবার বিজ্ঞপ্তিতে ২০টি শর্তবালি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ধুমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই।

Read Entire Article