প্রাথমিকের শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার না করলে শৃঙ্খলাভঙ্গ, আচরণবিধি ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছে। তাদের দাবির বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে— ১১তম গ্রেডে বেতন, ১০ ও ১৬ বছরের চাকরিতে উচ্চতর গ্রেড এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অগ্রগতির পরও কিছু সংগঠন বিভিন্ন স্থানে বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত করেছে এবং পরীক্ষায় আগ্রহী শিক্ষকদের লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা এসব কর্মকাণ্ড সরকারি চাকরি আইন ও আচরণবিধি লঙ্ঘন করে। এ পরিস্থিতিতে সব সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সম্প

প্রাথমিকের শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার না করলে শৃঙ্খলাভঙ্গ, আচরণবিধি ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছে। তাদের দাবির বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছে— ১১তম গ্রেডে বেতন, ১০ ও ১৬ বছরের চাকরিতে উচ্চতর গ্রেড এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অগ্রগতির পরও কিছু সংগঠন বিভিন্ন স্থানে বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত করেছে এবং পরীক্ষায় আগ্রহী শিক্ষকদের লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা এসব কর্মকাণ্ড সরকারি চাকরি আইন ও আচরণবিধি লঙ্ঘন করে।

এ পরিস্থিতিতে সব সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow