প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন হবে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়। এতে বিষয়টি নিয়ে ইসির অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন। এটা যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, নিরাপত্তার সব ক্ষেত্রে এটা এটা কি খুব একটা গ্রহণযোগ্য কথা। অন্যরা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। তিনি আরো বলেন, দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণ বিধির আপাতত কোনো বিরোধে দেখছি না। যদি মনে করা

প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন হবে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণ বিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়।

এতে বিষয়টি নিয়ে ইসির অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন। এটা যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে, নিরাপত্তার সব ক্ষেত্রে এটা এটা কি খুব একটা গ্রহণযোগ্য কথা। অন্যরা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক।

তিনি আরো বলেন, দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণ বিধির আপাতত কোনো বিরোধে দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্যা পিরিয়ড অফ টাইম আচরণ বিধি এখানে কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা এডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা।

ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা তুলে ধরলে ইসি সচিব আরো বলেন, এটা তো সময়ের ব্যাপার। এটা কি করা হবে না হবে এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নিবেন সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow