লা লিগা শিরোপার মিশনে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের মাঠ বেনিতো ভিল্লামারিনে শুরুতেই জালের দেখা পেলেও হার মানলো তারা। প্রায় পাঁচ বছর পর সেভিয়ার ক্লাবটির কাছে হেরে গেলো রিয়াল।
ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে ছিল রিয়াল। বিরতির আগে জনি কারদোসো গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাবের জালে বল ঠেলে দেন ইসকো। পেনাল্টি থেকে করা তার দ্বিতীয় গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
লা লিগায়... বিস্তারিত