প্রি-অর্ডার চলছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’র 

1 month ago 30

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশ হচ্ছে রুহুল আমিনের প্রথম উপন্যাস ‘মোহ কাঠের নৌকা’। বইটি প্রকাশ করছে বাংলানামা প্রকাশনী।  

এরই মধ্যে রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এ ছাড়া বইমেলায় বাংলানামার (সোহরাওয়ার্দী উদ্যানে ৫৬০ নম্বর) স্টলে বইটি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে। ১০ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন কমল ঠাকুর। বইটির বিক্রয় মূল্য ৪৫০ টাকা।

উপন্যাসটি সম্পর্কে রুহল আমিন বলেন, উপন্যাসের নায়ক সংবাদকর্মী। আমি নিজেও সংবাদকর্মী। বলা যায় নিজের বাস্তব অভিজ্ঞতার মিশেলেই উপন্যাসের গল্প এগিয়েছে। পেশাগত নানা ঘটন অঘটন, ব্যক্তিগত হা-হুতাশ, আশাভঙ্গ, প্রেম যাপিত জীবনের নানা অনুষঙ্গও এসেছে প্রসঙ্গক্রমে। আশা করছি, উপন্যাসটি পাঠকের কাছে ইতিবাচক সাড়া ফেলবে। 

রুহুল আমিন মূলত কবিতার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন। একসময় লিটলম্যাগ করতেন। এ ছাড়া তিনি বিভিন্ন বিষয়ে ফিচার, গল্প ও প্রবন্ধ লিখে থাকেন। বর্তমানে কাজ করছেন দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন বিভাগের শিফট ইনচার্জ হিসেবে।

রকমারি ডটকমে বইয়ের লিংক- https://www.rokomari.com

Read Entire Article