প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ

3 months ago 10

অ্যানফিল্ড যেন এবার রূপ নিয়েছে ট্রফির খনিতে! লিভারপুল জিতেছে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা, আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন এক চেনা নায়ক—মোহাম্মদ সালাহ। দুর্দান্ত এক মৌসুম শেষে এবার ‘প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন’-এর পুরস্কার উঠল এই মিশরীয় ফরোয়ার্ডের হাতে। শুধু তাই নয়, তরুণদের বিভাগেও দ্যুতি ছড়িয়েছেন আরেক লিভারপুল তারকা রায়ান গ্রাভেনবার্চ—হয়েছেন ‘ইয়াং প্লেয়ার অব দ্য সিজন’।

৩২ বছর বয়সেও সালাহ যেন সময়কে হার মানানো এক ফিনিক্স। এবার লিগে ২৮ গোলের সঙ্গে যোগ করেছেন ১৮টি অ্যাসিস্ট। ৪৬ গোল-সহায়তায় সরাসরি অবদান রেখে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছেন ৪ ম্যাচ হাতে রেখেই। ৩৮ ম্যাচের মৌসুমে এত গোল-অ্যাসিস্টের রেকর্ড এর আগে কোনো খেলোয়াড়ের ছিল না। আগামীকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করলেই হয়তো ভেঙে ফেলবেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের যুগল ৪৭ গোলে জড়িত থাকার রেকর্ড, যা হয়েছিল ৪২ ম্যাচের মৌসুমে।

আরেকটি কীর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে সালাহ—এমনটা আগে কখনো হয়নি যে কেউ একই মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং প্লেয়ার অব দ্য সিজন—তিনটি পুরস্কারই জিতেছে!

এই নিয়ে দ্বিতীয়বার সালাহ পেলেন বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার এই সম্মান পেয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় তিনি যুক্ত হলেন থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানিয়া ভিদিচ ও কেভিন ডে ব্রুইনার মতো কিংবদন্তিদের সঙ্গে—যারা দুবার করে জিতেছেন এই পুরস্কার।

এ মাসের শুরুতেই সালাহ তৃতীয়বারের মতো জিতেছেন ফুটবল লেখকদের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারও। বুঝতেই পারছেন, সালাহর কাছে ২০২৫ সাল মানেই রাজত্বের বছর!

এদিকে মিডফিল্ডের প্রাণভোমরা হয়ে উঠেছেন ডাচ তরুণ রায়ান গ্রাভেনবার্চ। নতুন কোচ আর্নে স্লটের অধীনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তিন খেলোয়াড়ের মধ্যে তিনি অন্যতম। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন ৩৬ ম্যাচ। লিভারপুলের রক্ষণে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আবার মুহূর্তে মুহূর্তে চালিয়েছেন প্রতিআক্রমণের ইঞ্জিন।

এই মৌসুমে সবচেয়ে বেশি ৫৯টি ইন্টারসেপশন করে রক্ষণ সামলানোর মুন্সিয়ানা দেখিয়েছেন গ্রাভেনবার্চ। তার পাস কাটা, বল পুনরুদ্ধার এবং লাইন ভেঙে আক্রমণে যাওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছে লিভারপুলের অপরিহার্য অংশ। তাই তরুণদের বিভাগে তাঁর জেতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পর দ্বিতীয় লিভারপুল খেলোয়াড় হিসেবে পেলেন এই তরুণদের পুরস্কার, যেটি চালু হয়েছিল ২০১৯-২০ মৌসুমে। 

It had to be him...

Mohamed Salah is your @EASPORTSFC Player of the Season @LFC | @MoSalah pic.twitter.com/pY8pEjCruq

— Premier League (@premierleague) May 24, 2025
Read Entire Article