প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’

3 days ago 8

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন’। সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নতুন ছবির গল্পে দেখা যাবে কলেজ শিক্ষার্থী স্টেফানি লুইসকে (ক্যাটলিন সান্তা জুয়ানা), যিনি বারবার ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হচ্ছেন। দুঃস্বপ্নে আতঙ্কিত হয়ে তিনি বাড়ি ফিরে যান এবং জানতে পারেন তার দাদি একসময় মৃত্যুকে ফাঁকি দিয়েছিলেন। সেই ঘটনার জেরে পুরো লুইস পরিবার এখন মৃত্যুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ট্রেলারে অন্যতম আলোচিত দৃশ্য হলো কুখ্যাত লগ ট্রাক দৃশ্যটি, যা আগের ছবিতে দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। নতুন ট্রেলারে দেখা যায়, সিনেমার চরিত্ররা প্রথমে সেই ট্রাক থেকে রক্ষা পেলেও সিরিজের নিয়ম অনুযায়ী, মৃত্যুকে একবার ফাঁকি দিলে তা আর কাউকে সহজে মুক্তি দেয় না।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, পূর্বের থেকে এবারের ছবি আরও বেশি ভয়াবহ ও হিমশীতল অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুন প্রজন্মের দর্শকরা যেমন রোমাঞ্চ অনুভব করবেন, তেমনি পুরোনো ভক্তদের জন্যও থাকছে আগের সেই পরিচিত আতঙ্কের স্বাদ।

জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন গ্যাব্রিয়েল রোজ, টনি টড, রিচার্ড হারমনসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১৬ মে।

Read Entire Article