প্রেম করছেন ধানুশ-ম্রুণাল!

1 month ago 13

দক্ষিণী সুপারস্টার ধানুশের জীবন যেন এখন রোমাঞ্চকর এক গল্প। একদিকে ১৮ বছরের সংসারের ইতি, অন্যদিকে নতুন প্রেমের গুঞ্জন। সদ্য সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর এবার ‘সীতা রমম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতায় সরগরম সোশ্যাল মিডিয়া।

গত বছরের ২৭ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন আদালত মঞ্জুর করার পর থেকেই একা রয়েছেন ‘রাঞ্ঝনা’ খ্যাত এই অভিনেতা। তবে একা থাকলেও একঘেয়ে নয় তার জীবন। বরং এখন নতুন করে আলোচনায় এসেছেন বলি ও টলিউডের উঠতি তারকা ম্রুণাল ঠাকুরকে ঘিরে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দুজনকে হাত ধরে কথা বলতে দেখা গেছে। শুধু তাই নয়, ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন ধানুশ। সেখানে দুজনের আলিঙ্গন আরও উস্কে দিয়েছে প্রেমের জল্পনা।
গুঞ্জন আছে, ধানুশের সঙ্গে ম্রুণালের প্রথম পরিচয় করিয়ে দেন কৃতি স্যানন। 

জানা যায়, আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে কৃতির সঙ্গে ধানুশ কাজ করলেও, প্রাথমিকভাবে সেই ছবিতে ম্রুণালেরই থাকার কথা ছিল। তবে শেষমেশ ম্রুণাল ছবিটি করেননি, তবুও সম্পর্কটা জমে গেছে।

যদিও ধানুশ কিংবা ম্রুণাল কেউই এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়া, পার্টি থেকে প্রিমিয়ার, সব মিলিয়ে বলি-টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই এখন ধানুশ-ম্রুণাল জুটি নিয়েই গুঞ্জন তুঙ্গে।

রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। তাদের দুই সন্তান রয়েছে যাত্রা ও লিঙ্গা। একসময় এই দম্পতি একসঙ্গে সিনেমাও করেছেন। ‘থ্রি’ সিনেমার ‘কলাভেরি ডি’ গান ছিল সেই সময়ের সুপারহিট একটি গান। তবে সময়ের স্রোতে সম্পর্ক এখন গড়িয়েছে বিচ্ছেদের মোড়ে।

Read Entire Article