প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি
বলিউডের রুপালি দুনিয়ায় যখন ক্যামেরার ঝলক আর গ্ল্যামারের আলো, ঠিক তখনই এক ভিন্ন আবহে আলোচনার কেন্দ্রে কৃতি স্যানন। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর মোহময় লুকে দর্শকদের মন জয় করলেও এবার তিনি খবরের শিরোনামে একেবারেই ব্যক্তিগত কারণে। সম্প্রতি স্যানন পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাই, কৃতির বোন নূপুর স্যাননের জীবনের বিশেষ দিন। সেই আনন্দঘন মুহূর্তে বোনের পাশে থাকতেই বিয়ের আয়োজনে হাজির হন কৃতি এবং সে সময় তার সঙ্গেই দেখা গেল প্রেমিক কবীর বাহিয়াকে। আর এতেই যেন নতুন গুঞ্জন আর জল্পনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরে নূপুরের বিয়ের আসর বসবে। তার জন্য স্যানন পরিবারে প্রস্তুতি তুঙ্গে। বোনের বিয়েতে মনের মানুষের সঙ্গে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় কৃতি ও কবীরকে। এ ছাড়া পুরো স্যানন পরিবার এদিন রওনা হয়েছেন উদয়পুরের উদ্দেশ্যে। কালো ওভারকোর্ট, লুজ ফিট জিনস, চোখে রোদচশমা পরে এদিন এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতি। বিমানবন্দরে প্রবেশ করার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতেও দেখা যায় তাকে। কৃতি স্যাননকে সবশেষ দেখা যায় ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত আনন্দ এল. রা
বলিউডের রুপালি দুনিয়ায় যখন ক্যামেরার ঝলক আর গ্ল্যামারের আলো, ঠিক তখনই এক ভিন্ন আবহে আলোচনার কেন্দ্রে কৃতি স্যানন। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর মোহময় লুকে দর্শকদের মন জয় করলেও এবার তিনি খবরের শিরোনামে একেবারেই ব্যক্তিগত কারণে। সম্প্রতি স্যানন পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাই, কৃতির বোন নূপুর স্যাননের জীবনের বিশেষ দিন। সেই আনন্দঘন মুহূর্তে বোনের পাশে থাকতেই বিয়ের আয়োজনে হাজির হন কৃতি এবং সে সময় তার সঙ্গেই দেখা গেল প্রেমিক কবীর বাহিয়াকে। আর এতেই যেন নতুন গুঞ্জন আর জল্পনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের উদয়পুরে নূপুরের বিয়ের আসর বসবে। তার জন্য স্যানন পরিবারে প্রস্তুতি তুঙ্গে। বোনের বিয়েতে মনের মানুষের সঙ্গে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় কৃতি ও কবীরকে।
এ ছাড়া পুরো স্যানন পরিবার এদিন রওনা হয়েছেন উদয়পুরের উদ্দেশ্যে। কালো ওভারকোর্ট, লুজ ফিট জিনস, চোখে রোদচশমা পরে এদিন এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতি। বিমানবন্দরে প্রবেশ করার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতেও দেখা যায় তাকে।
কৃতি স্যাননকে সবশেষ দেখা যায় ২০২৫ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত আনন্দ এল. রাইয়ের পরিচালনায় নির্মিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেছেন কৃতি। এ ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরীসহ আরও অনেকে।
What's Your Reaction?