প্রেমিকের খোঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩

2 months ago 9

কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এনায়েত রহমান সাক্কু (১৯), বড়তুপা গ্রামের মকবুলের ছেলে সাগর (২৬) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার স্বপন মিয়া (২১)।

পুলিশ জানায়, ৮ জুন ভুক্তভোগী তরুণী তার প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। এসময় এনায়েত রহমান সাক্কু নামে এক অটোচালকের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণী সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে না পেয়ে রাত ১০টার দিকে তারা লাকসাম রেলওয়ে স্টেশনে যান।

সেখানে তিন যুবক তাদের উত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও তরুণীকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখেন।

একপর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি তরুণীর কেউ নন। পরে সাক্কুসহ তিন যুবক তরুণীকে সেখান থেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি পুলিশকে জানান তরুণী।

খবর পেয়ে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই সোমবার (১৬ জুন) রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করে।

এরপর পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ধর্ষণে অভিযুক্ত তিনজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আপর আসামি খোরশেদকে (২৬) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article