প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, সপরিবারে পলাতক আশিক

5 days ago 8

ময়মনসিংহের তারাকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রেমিক আশিক মিয়ার বাড়িতে অনশনে বসেন তিনি।

প্রেমিক আশিক মিয়া ওই এলাকার আজিজুল হকের ছেলে। ভুক্তভোগী তরুণী একই এলাকার বাসিন্দা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর প্রেমিক আশিক সপরিবারে পালিয়েছেন।

ভুক্তভোগী তরুণী জানান, রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে আশিক মিয়ার সঙ্গে তার দুই বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলে আশিক। পরে বিয়েতে আশিক রাজি থাকলেও বিষয়টি এড়িয়ে যায় তার পরিবারের লোকজন। তাই বুধবার বিকেল থেকে তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান করছেন তিনি। আশিক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।

তরুণীর মা জানান, তার মেয়ে বিয়ের দাবিতে আশিকের বাড়িতে অবস্থান করছেন। তাদের পরিবার প্রভাবশালী হওয়ায় আশিকসহ তার পরিবারের লোকজন আত্মগোপনে থেকে বিষয়টি মিমাংসার জন্য নানাভাবে চাপ দিচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মুনছুর মিয়া বলেন, আমি ২/৩ দিন আগে দুই পরিবারের লোকজনকে নিয়ে আলোচনায় বসেছিলাম। ছেলের পরিবারের লোকজন বিয়েতে রাজি হচ্ছে না। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুইবার সালিশে বসেও কোনো সমাধান হয়নি।

পলাতক থাকায় আশিক ও তার পরিবারের লোকজনের বক্তব্য পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।

Read Entire Article