কাজ, জীবনের কঠিন বাস্তবতার ভীড়ে অনেকেই জড়িয়ে যান ‘লং ডিসট্যান্ট রিলেশনশিপ’-এ । হাজার মাইলের দূরত্ব প্রতিনিয়ত হার মানে প্রেমে পড়া দুই হৃদয়ের কাছে। তবে এটা স্বীকার করতেই হবে, ‘লং ডিসট্যান্ট রিলেশনশিপ’ বেশিরভাগ সময়েই চ্যালেঞ্জের। তাই কীভাবে এই চ্যানেঞ্জ মোকাবিলা করবেন, চলুন জানা যাক।
দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে মাসে একটি করে চিঠি লিখুন, পাঠিয়ে দিন তার ঠিকানায়। সেই... বিস্তারিত