প্রেমের গুঞ্জনে মুখ খুলে সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া আয়মান

12 hours ago 5

বিনোদনপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। তবে এতদিন এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি দেশের একটি বিনোদনমূলক শোতে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি শুনে প্রথমে মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ উপস্থাপক আবারও জানতে চান, ‘তাহলে বিষয়টা সত্যি?’

জবাবে সাদিয়া খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই। আমারও ভালো লাগে।’

প্রেমের গুঞ্জনে মুখ খুলে সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া আয়মান

এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও, নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন:
মাইলস্টোনের শিক্ষিকার স্ট্যাটাস নিয়ে সাদিয়া আয়মানের খটকা
প্রেম ভালোবাসা বিতর্ক আর প্রতিবাদের নাম ‘পরীমনি’

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান। দর্শক ও সমালোচক—দু’জনের কাছেই তার চরিত্রটি আলোচনায় ছিল। পাশাপাশি তিনি ছোট পর্দা ও ওটিটিতে সমানতালে কাজ করছেন, বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন।

এমএমএফ/এমএস

Read Entire Article