প্রেমের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মালাইকা

2 weeks ago 10
বলিউডের জনপ্রিয় প্রেমিক-প্রেমিকা মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর একসময় বেশ আলোচিত ছিলেন তাদের সম্পর্ক নিয়ে। তবে ২০২৪ সালের শুরুতে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ পায়, যা মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সম্প্রতি অর্জুন কাপুর একটি পাবলিক ইভেন্টে নিশ্চিত করেছেন, তিনি এখন সিঙ্গেল। তার এই ঘোষণার পর, মালাইকা অবশেষে তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তিনি তার জীবনের কিছু দিক ব্যক্তিগত রাখতে চান এবং তাই অর্জুনের দেওয়া বিবৃতি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান মালাইকা। খবর : পিংকভিলা অভিনেত্রী বলেন, ‘অতীতে আমার যা কিছু ভুল হয়েছে, সেগুলো ভুলে গিয়ে আমি নতুন বছরে নতুনভাবে পথ চলা শুরু করতে চাই।’ এ সময় মালাইকা তার ভক্তদেরও নতুন বছরের শুভকামনা জানান। এর আগে, ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির শেয়ার করা ভিডিওতে, অর্জুন কাপুর প্রথমবারের মতো মুম্বাইয়ের একটি দীপাবলি ইভেন্টে তাদের ব্রেকআপ নিয়ে কথা বলেন। তার এই বার্তার পর, মালাইকা ইনস্টাগ্রামে একটি মজার পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি ৩টি অপশন দেন : রিলেশনশিপ, সিঙ্গেল এবং হেহেহে।  হাস্যরসাত্মকভাবে তিনি তৃতীয় অপশনটি বেছে নিয়ে তার ভক্তদের মধ্যে হাস্যরস সৃষ্টি করেন। সর্বশেষ মালাইকা আরোরাকে ‘এক নম্বর’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নৃত্য করতে দেখা যায়। অন্যদিকে, অর্জুন কাপুর ‘সিংঘাম এগেইন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
Read Entire Article