প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

3 hours ago 4
আসন্ন অক্টোবরের আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ৬০ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দেশটির দুই শীর্ষ বিরোধী নেতা রয়েছেন। তারা আইনগতভাবে অযোগ্য ঘোষিত হলেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এএফপি জানায়, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে এসব প্রার্থিতা নির্বাচন কমিশনে জমা পড়ে। এখন সাংবিধানিক পরিষদ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। ২৫ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে পশ্চিম আফ্রিকার দেশটিতে এরইমধ্যেই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে আদালতের রায়ে বেশ কয়েকজন বিরোধী নেতার প্রার্থিতা বাতিল হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। অযোগ্য ঘোষিতদের মধ্যে আছেন সবচেয়ে বড় বিরোধী দল পিডিসিআইয়ের নেতা তিজান থিয়াম। জাতীয়তা-সংক্রান্ত আইনি জটিলতার কারণে তিনি অযোগ্য হয়েছেন। এছাড়া আফ্রিকান পিপলস পার্টি–আইভরি কোস্ট (পিপিএ-সিআই) প্রধান ও সাবেক প্রেসিডেন্ট লরাঁ গাগবো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় প্রার্থী হতে পারছেন না। তবুও দুজনই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দিয়েছেন। সাংবিধানিক পরিষদ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে। এদিকে ৮৩ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট আলাসানে উয়াতারা ঘোষণা দিয়েছেন, তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন। মঙ্গলবার নিজেই প্রার্থিতা জমা দিয়ে তিনি বলেন, অনেক আইভরিয়ান চান আমরা একসাথে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাই। তাদের আহ্বানেই আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি।  
Read Entire Article