প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে শত শত নারী বিক্ষোভকারী 

2 hours ago 3

পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবারও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী গোলাপি রঙের টিশার্ট পরে ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেন। খবর বিবিসি 

জীবনযাত্রার ব্যয় এবং সংসদ সদস্যদের অঢেল সুযোগ-সুবিধার প্রতিবাদ জানিয়েছে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। রাজধানী জাকার্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সিচালক আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দানা বেঁধে ওঠে। 

বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং সফর বাতিল ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কিন্তু বুধবার চীনে আয়োজিত জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে দলীয় প্রধানদের একটি গ্রুপ ছবিতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশেই দেখা যায় প্রেসিডেন্ট প্রবোয়োকে। 

চীন সফরের আগে গত সপ্তাহে প্রাবোয়ো বলেন, তিনি সরকারি এমপিদের জন্য সুযোগ-সুবিধা সীমিত করবেন। বিক্ষোভকারীরাও এই আহ্বান জানিয়ে আসছিল। 

বিক্ষোভকারী নারীদের সংগঠন ইন্দোনেশিয়ান উইমেন অ্যালায়েন্সের (আইডব্লিওএ) সদস্যরা বলেন, রাষ্ট্র-সেনাবাহিনী এবং পুলিশের ওপর যে ময়লা পড়েছে তা পরিষ্কার করতেই প্রতীকী হিসেবে ঝাড়ু মিছিলের আয়োজন। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশ সংস্কারেরও দাবি জানায়। 

বিবিসি ইন্দোনেশিয়াকে বিক্ষোভে অংশ নেয়া এক নারী মুতিয়ারা ইকা বলেন, বিক্ষোভ কোনো অপরাধ নয়, বরং এটি নাগরিক অধিকার। 

আইডব্লিউএ হলো একটি রাজনৈতিক সংগঠন। এটি ৯০টি নারী সংগঠন ও আন্দোলনকারীসহ শ্রমিক ইউনিয়ন, অধিকার সংগঠন এবং উপজাতি গোষ্ঠী নিয়ে গঠিত। 


 

Read Entire Article