প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার সকালে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। খবর এপির। মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস এলাকার কাছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকোর কাছাকাছি। ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি ছোট কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করছিলেন। হঠাৎ সতর্কতা অ্যালার্ম বাজতে শুরু করলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও কর্মকর্তারা দ্রুত হলরুম ছেড়ে বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে আবার সংবাদ সম্মেলন শুরু হয়। ভূমিকম্পের কারণে আকাপুলকো ও আশপাশের এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। গুয়েরেরোর গভর্নর জানিয়েছেন, একটি ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এছাড়া রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেখান থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কম্পন শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প
মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার সকালে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। খবর এপির। মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস এলাকার কাছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকোর কাছাকাছি। ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি ছোট কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করছিলেন। হঠাৎ সতর্কতা অ্যালার্ম বাজতে শুরু করলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও কর্মকর্তারা দ্রুত হলরুম ছেড়ে বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে আবার সংবাদ সম্মেলন শুরু হয়। ভূমিকম্পের কারণে আকাপুলকো ও আশপাশের এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। গুয়েরেরোর গভর্নর জানিয়েছেন, একটি ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এছাড়া রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেখান থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কম্পন শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। মেক্সিকো সিটিতে একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow