বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার শফিক তুহিন গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত। তার কণ্ঠে শোনা যাবে ‘তুমি রবে নীরবে’ গানটি। এতে দ্বৈত কণ্ঠে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। গানটির সংগীত আয়োজন করেছেন সালমান জেইম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া, কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ইমরুল হাসান। রাজধানীর কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।
রবীন্দ্রসংগীত নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শফিক তুহিন বলেন, ‘শৈশব থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনেই বড় হয়েছি। তাদের সৃষ্টির প্রতি ভালোবাসা সেই সময় থেকেই গড়ে উঠেছে। যত বড় হয়েছি, রবীন্দ্রনাথকে যত বেশি জানার সুযোগ পেয়েছি, ততই তার সাহিত্য ও সংগীতের প্রতি মুগ্ধতা বেড়েছে। এই গান আমার তরফ থেকে বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য।’
তিনি আরও জানান, প্রায় ছয় বছর আগে তার কণ্ঠে প্রকাশিত হয়েছিল আরেকটি রবীন্দ্রসংগীত ‘সুরের ধারা’। সেই অভিজ্ঞতার পর আবারও নতুন করে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।
এলআইএ/জেআইএম/আরএমডি