প্রয়াত বিএনপি নেতা এস এ খালেকের বাসায় জামায়াত আমির

1 day ago 6

বিএনপির প্রবীণ নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে পরিবারকে সান্ত্বনা দিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানীর মিরপুরের দারুস সালামে এস এ খালেকের বাসায় যান। এর আগে বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

ডা. শফিকুর রহমান মানব কল্যাণে করা মরহুমের বিভিন্ন ভালো উদ্যোগগুলো স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।

আরও পড়ুন: বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ অন্যান্য নেতারা।

এএএম/এমএইচআর

Read Entire Article