প্লেগ রোগ: ছাগল-ভেড়া আনা-নেওয়া নিষিদ্ধ গ্রিসে

1 month ago 29

গ্রিসে নতুন করে ছাগলের প্লেগ রোগ শনাক্ত হয়েছে। ফলে খামার থেকে ছাগল বা ভেড়া অন্য কোথাও নেওয়া অর্থাৎ চলাচল নিষিদ্ধ করেছে দেশটি। সোমবার (২৯ জুলাই) গ্রিসের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ভাইরাসটি মানবদেহে আক্রমণ করতে পারে না। তবে ছাগল বা ভেড়ার মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এক্ষেত্রে আক্রন্তদের মধ্যে ৭০ শতাংশের মৃত্যু হতে পারে।

আরও পড়ুন>

কৃষি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় থেসালি অঞ্চলের প্রায় আট হাজার পশুকে মেরে ফেলা হয়েছে। তাছাড়া দুই লাখের পরীক্ষা করা হয়েছে। ১১ জুলাই সেখানে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়।

এরপর কেন্দ্রীয় লারিসা অঞ্চলে ও করিন্থের দক্ষিণাঞ্চলে আরও দুটি প্লেগ ভাইরাস শনাক্ত হয়।

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা ও ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ১৯৪২ সালে আইভোরি কোস্টে। তারপর এটি বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, ভাইরাসটির কারণে প্রতি বছর বিশ্বের দুইশ কোটি ডলারের বেশি ক্ষতি হয়।

ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ছাগল রয়েছে গ্রিসে, যা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদার রাখছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article