পড়ার টেবিল থেকে
জেনে-বুঝে পড়াশোনা করার, নিজেকে সমৃদ্ধ করার জন্য একটি সুস্থ পড়াশোনার পরিবেশ অত্যন্ত জরুরি। বর্তমানে মুহূর্তেই স্মার্টফোনে সবকিছু পাওয়া যায় বলে পড়াশোনার আর প্রয়োজন নেই—এই ধারণা কোনোভাবেই সঠিক হতে পারে না। তথ্য আর জ্ঞান এক নয়। আগের মতো সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসার অভ্যাস, বইয়ের সঙ্গে নীরব সময় কাটানোর সংস্কৃতি—বাংলাদেশের প্রতিটি ঘরে নতুন করে গড়ে তোলা এখন সময়ের দাবি।
জেনে-বুঝে পড়াশোনা করার, নিজেকে সমৃদ্ধ করার জন্য একটি সুস্থ পড়াশোনার পরিবেশ অত্যন্ত জরুরি। বর্তমানে মুহূর্তেই স্মার্টফোনে সবকিছু পাওয়া যায় বলে পড়াশোনার আর প্রয়োজন নেই—এই ধারণা কোনোভাবেই সঠিক হতে পারে না। তথ্য আর জ্ঞান এক নয়। আগের মতো সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বসার অভ্যাস, বইয়ের সঙ্গে নীরব সময় কাটানোর সংস্কৃতি—বাংলাদেশের প্রতিটি ঘরে নতুন করে গড়ে তোলা এখন সময়ের দাবি।