পড়ালেখার জন্য বাবার বকাঝকা, কীটনাশক পানে কিশোরের মৃত্যু

1 month ago 24

রাজধানীর কাফরুলের একটি বাসায় কীটনাশক পানে মোহাম্মদ নাবিল হাসান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা সুজন সরদার জানান, আমার ছেলে অতিরিক্ত রাগী স্বভাবের ছিল। আমি তাকে পড়াশোনার জন্য বকাঝকা করলে আমার উপর অভিমান করে রুমে গিয়ে কীটনাশক পান করে। পরে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কাজী আল-আমিন/এমএইচআর/জেআইএম

Read Entire Article