ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভোটারবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার (৩ জানুয়ারি) ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার জিয়াফতের নামে এক বিশাল গণভোজ ও গণজমায়েতের আয়োজন করা হয়। অভিযোগকারীদের দাবি, উক্ত অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগকারী ভোটাররা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর এই ধরনের বিপুল সংখ্যক মানুষের সমাবেশ এবং খাবার পরিবেশন ‘নির্বাচনী আচরণবিধি’র সুস্পষ্ট লঙ্ঘন। এটি মূলত ভোটারদের প্রভাবিত করার একটি অপকৌশল। এর ফলে নির্বাচনে প্রার্থীদের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন। আবেদনে ফটিকছড়ি উপজেলার সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে তদন্ত পরিচালনার দাবি জা

ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভোটারবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার (৩ জানুয়ারি) ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার জিয়াফতের নামে এক বিশাল গণভোজ ও গণজমায়েতের আয়োজন করা হয়। অভিযোগকারীদের দাবি, উক্ত অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযোগকারী ভোটাররা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর এই ধরনের বিপুল সংখ্যক মানুষের সমাবেশ এবং খাবার পরিবেশন ‘নির্বাচনী আচরণবিধি’র সুস্পষ্ট লঙ্ঘন। এটি মূলত ভোটারদের প্রভাবিত করার একটি অপকৌশল। এর ফলে নির্বাচনে প্রার্থীদের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন।

আবেদনে ফটিকছড়ি উপজেলার সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন। তারা প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা জারির আবেদন জানান।

এ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকটও পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে নির্বাচনী আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow