ফতুল্লায় শামীম পাটোয়ারীর ছক্কা-বৃষ্টি

1 month ago 22

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঠিক আগের ম্যাচেই রান পেয়েছেন। মোহামেডানের বিপক্ষে ফিফটি উপহার দিয়েছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। আজ বৃহস্পতিবার সেই ফতুল্লা স্টেডিয়ামে ব্যাট হাতে রীতিমত ঝড় তুললেন শামীম পাটোয়ারী। বাঁহাতি এই মিডল অর্ডারের ছক্কা বৃষ্টিতে উড়ে গেছে পারটেক্সের বোলিং।

পারটেক্স গ্রুপ ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল। পেসার শহিদুল আর অফস্পিনার শুভাগত হোমের সাঁড়াশি বোলিংয়ের বিপক্ষে মিজানুর রহমান (৮৮) ছাড়া পারটেক্সের আর কেউ সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাশরাফি ৯ ওভারে একটি মেইডেননসহ ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি।

জবাবে শামীম পাটোয়ারির উত্তাল উইলোবাজিতে সহজেই ওই রান টপকে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। চার নম্বরে নামা শামীম পাটোয়ারী ৪৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন। যার ৭২ রান (৮ ছক্কা ও ৬ বাউন্ডারি) আসে শুধু চার ও ছক্কায়। ওপেনার তুষারও কম যাননি। তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৪ ছক্কা ৮ বাউন্ডারিতে ৮৩ ।

এই দুজনের ব্যাটে মাত্র ২৫.৩ ওভারে ১৯২ রানের লক্ষ্য টপকে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফির দল পায় ৭ উইকেটের সহজ জয়।

সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স গ্রুপ: ৪৭.২ ওভারে ১৯১/১০ (মিজানুর ৮৮, তানভীর হায়দার ৩৬, জাহিদউজ্জামান ২৩; শুভাগত হোম ৩/২৪, শহিদুল ৩/২৯, মাশরাফি ০/৩০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৫.৩ ওভারে ১৯৫/৩ (তুষার ৮৩, শামীম পাটোয়ারী ৮৬ অপরাজিত; আতিক ২/৪০)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শামীম পাটোয়ারী (লিজেন্ডস অব রূপগঞ্জ)।

এআরবি/এমএমআর/জেআইএম

Read Entire Article