ঝিনাইদহের শৈলকূপায় ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন। এসময় সাতগাছী গ্রামে অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর ও দুটিতে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার জুমার নামাজে সাতগাছী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। সে সময় মসজিদের মধ্যেই গ্রামের দুটি গ্রুপের মধ্যে বাক বিতণ্ডা হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকূপা থানা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে। এরপর ওইদিন রাতে এই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এর রেশ ধরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চলে। সেসময় উভয়পক্ষের অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। দুটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সংবাদ লেখার সময় গ্রামের বিভিন্ন মোড়ে ও মাঠে ধারালো অস্ত্র এবং ব্যাগ ভর্তি ইট নিয়ে অবস্থান করতে দেখা যায় দুই গ্রুপের সদস্যদের।
এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকূপা থানা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/জেডএইচ/এমএস