ফরজ নামাজ বসে আদায় করা যায় যেসব কারণে

3 weeks ago 16

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ বার সরাসরি নামাজের কথা বলেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে। সুরা বাকারার শুরুতে মুত্তাকিদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ইমান, নামাজ আদায় ও জাকাত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়াত। যারা গায়েবের প্রতি ইমান আনে, নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। (সুরা বাকারা: ৩, ৪)

প্রতিদিন পাঁচ ওয়াক্তে ১৭ রাকাত নামাজ আদায় করা ফরজ। ইশার নামাজের পর তিন রাকাত বেতর আদায় করা ওয়াজিব। এ নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা ফরজ। কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া ফরজ বা ওয়াজিব নামাজ বসে আদায় করা যাবে না।

কেউ যদি বার্ধক্য বা অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হন, তাহলে তিনি ফরজ-ওয়াজিব নামাজ বসে আদায় করতে পারেন। দাঁড়িয়ে নামাজ আদায় করলে কারো অসুস্থতা বেড়ে যাওয়ার বা সুস্থ হতে দেরি হওয়ার প্রবল আশংকা থাকলে তিনিও ফরজ-ওয়াজিব নামাজ বসে আদায় করতে পারেন। এ ছাড়া অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি খুব কষ্ট হয়, নামাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তাহলেও বসে ফরজ-ওয়াজিব নামাজ পড়া জায়েজ হবে।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ুন, যদি না পারেন তাহলে বসে নামাজ পড়ুন, যদি তাও না পারেন, তাহলে ইশারা করে নামাজ আদায় করুন। (সহিহ বুখারি: ১০৫০)

জীবনের শেষ অসুস্থতায় নবিজি (সা.) বসে ফরজ নামাজ আদায় করেছিলেন। আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন (রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, বেলাল (রা.) এসে নামাজের কথা বললেন। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আবু বকরকে বলো, সবাইকে নিয়ে নামাজ আদায় করতে।

আবু বকর (রা.) সবাইকে নিয়ে নামাজ শুরু করলেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটু সুস্থবোধ করলে দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। তার দুই পা মাটির ওপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। আবু বকর (রা.) যখন তাঁর আগমন টের পেয়ে পিছনে সরে যেতে উদ্যত হলেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে ইশারায় স্বস্থানে থাকতে বললেন এবং আবু বকরের (রা.) বামপাশে বসে পড়লেন। (সহিহ বুখারি: ৭১৩)

নফল ও সুন্নাত নামাজ কোনো ওজর বা অসুবিধা ছাড়াও বসে আদায় করা জায়েজ। তবে ওজর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক সওয়াব পাওয়া যায়। ইমরান ইবনে হোসাইন (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, তবে তাই উত্তম। আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাওয়া যাবে। (সহিহ বুখারি: ১১১৫)

ওএফএফ/জিকেএস

Read Entire Article